খেলাধুলা

নিশাঙ্কার ব্যাটে চড়ে ছুটছে লঙ্কান তরী

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

বাংলাদেশের সংগ্রহকে বেশ ভালো চ্যালেঞ্জ দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এরমধ্যে চা বিরতি হয়ে গেছে। বিরতি পর্যন্ত তারা ২ উইকেট হারিয়ে তোলে ২৩৩ রান। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে দারুণ ভিত গড়ে তুলেছে দলটি।

নিশাঙ্কার ব্যাটে ভরসা খুঁজে পেয়েছে লঙ্কানরা। টেস্ট ক্যারিয়ারে এরমধ্যে সর্বোচ্চ ইনিংস ছুঁয়েছেন। এর আগে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ১২৭ রান। এখন পর্যন্ত যা ১৪২ রানে পৌঁছেছে।

শ্রীলঙ্কা তাদের প্রথম উইকেট হারায় ৪৭ রানে। তাইজুল ইসলামের শিকার হয়ে ২৯ রানে বিদায় নেন লাহিরু উদারা। এরপর নিশাঙ্কা ও দীনেশ চান্ডিমাল মিলে গড়ে তোলে দুর্দান্ত এক জুটি। এই জুটিতে আসে ১৫৭ রান। চান্ডিমাল ফিরেছেন ৫৪ (১১৯) রানে।

নিশাঙ্কার সহযোগী হয়ে ক্রিজে আসেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার শেষ টেস্ট খেলতে তিনি ব্যাট করতে নেমেছিলেন। বাংলাদেশের খেলোয়াড়রা ম্যাথুসকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার রান ২ উইকেট হারিয়ে ৬৫ ওভারে ২৫৬ রানে পৌঁছেছে। নিশাঙ্কা ১৯৬ বলে ১৪২ রানে এবং ম্যাথুস ৪৩ বলে ২৮ রানে অপরাজিত আছেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #শ্রীলঙ্কা #পাথুম নিশাঙ্কা