ইসরাইলে ইরানের হামলায় আহত বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে চালানো এই হামলায় দখলদার ইসরাইলের অন্তত চারটি জায়গায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। খবর আলজাজিরা।
হামলায় তেল আবিবের গুশ দান এলাকায় বেশকিছু ভবনে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া সোরোকা হাসপাতালেও ক্ষয়ক্ষতি হয়েছে। এই হাসপাতালটিতে গাজায় আহত সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছিলো।
মূলত হাসপাতালের পাশের একটি ভবনে আঘাত হানে ইরান। হাসপাতালটির মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালটির ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। স্থানীয়দের ওই হাসপাতালে চিকিৎসা নিতে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
ইসরাইলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল হাসপাতালে হামলার এই ঘটনাকে ‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধমূলক’ কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন।
দেশটির সামরিক বাহিনীর রেডিওকে ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো বলেছেন, ‘এটা যুদ্ধাপরাধ।’ হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান সীমা অতিক্রম করেছে।
এমএ//