খেলাধুলা

গল টেস্ট

চতুর্থ দিন শেষে কোন সন্ধিক্ষণে গল টেস্ট!

'গল টেস্ট আছে ফলাফলের অপেক্ষায়। কে জয়ী হবে, কে হবে পরাজিত তা জানা যাবে পঞ্চম দিনে। অথবা এই টেস্ট হতে পারে ড্র। কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।'

স্পোর্টস ডেস্ক

গল টেস্টের চতুর্থ দিন শেষ। এদিন শ্রীলঙ্কা হারিয়েছে ৬ উইকেট, বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট। মোট ৯ উইকেটের একটা দিন ছিল। লঙ্কানরা ৪৮৫ রানে অলআউট হলে, ১০ রানের লিড পায় বাংলাদেশ। কিছুটা স্বস্তি নিয়েই মধ্যাহ্ন বিরতির পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল তারা। দিন শেষে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৭ রান। এতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৮৭ রান। 

ওপেনার এনামুল হক বিজয় এই ইনিংসেও হতাশ করেছেন। ২০ বল খেলে রান করেছেন মাত্র ৪। ওপেনার সাদমান ইসলাম দেখিয়েছেন আশা। রান তোলার হাতটা পাকা ছিল তার। ১২৬ বলে ৭৬ রানের ইনিংসটা তাই বাংলাদেশকে কিছুটা এগিয়ে দিয়েছে।

বাংলাদেশের মূল চ্যালেঞ্জ ছিল এখানেই। দ্রুত রান তোলা নাকি আরেকটু দেখে-শুনে খেলা। যেহেতু আগামীকাল টেস্টের শেষ দিন। দ্রুত রান্ত তুলে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠানোর একটা আশা তো সফরকারীরা করতেই পারে। আবার দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারানোর শঙ্কাও থেকে যায়। সেই শঙ্কা অস্বীকার করার কোনো উপায় নেই।

তিন নম্বরে ব্যাট করতে নামা মুমিনুল হক ইনিংস বড় করতে পারেননি। তার ৪০ বলে ১৪ রানের ইনিংস শেষ হয় মিলান রাথানায়েকের ডেলিভারিতে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে দায়িত্ব নেন।

শান্ত যথেষ্ট ধীর ইনিংস খেলেছেন। ক্রিজে এসে হয়তো তার ভাবনা ছিল তেমনই। আগের ইনিংসে শতক হাঁকানো শান্ত এই ইনিংসেও ফিফটি পেয়েছেন। সতীর্থ মুশফিকুর রহিমকে নিয়ে দিন শেষ করেছেন। শান্ত ৬ টি বাউন্ডারিতে ৫৬ রানে অপরাজিত, মুশফিক অপরাজিত আছেন ৪৩ বলে ২২ রানে।

পঞ্চম দিনের জন্য কিছু প্রশ্ন জমেছে। গল টেস্ট এখন কোন সীমানায় আছে? শনিবার প্রথম সেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই টেস্টের ভাগ্যে কী লেখা আছে, তা-ই এখন দেখার বিষয়।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #শ্রীলঙ্কা #নাজমুল হোসেন শান্ত #সাদমান ইসলাম