দেশজুড়ে

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত  আশিকুজ্জামান (২১) নামের এক মোটরসাইকেল আরোহী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জুন) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর আগে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার কবিরমামুদ (গাবেরতল) এলাকায় ফুলবাড়ী-টু-লালমনিরহাট সড়কে দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঘটনার পরে স্থানীয়রা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ ঘাতক প্রাইভেটকারটিকে আটক করেছে

এ ব্যাপারে ফুলবাড়ী থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম