আন্তর্জাতিক

ইসরাইলের সিসি ক্যামেরা হ্যাক করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরা হ্যাক করে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে ইরান। এই তথ্যের ভিত্তিতে ইরান টার্গেট নির্ধারণ করছে, যা ইসরাইলে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। দেশটির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এই হুমকির বিষয়ে সতর্ক করছেন।

এ ধরনের সাইবার হামলা আগে হামাস ও রাশিয়া বিভিন্ন সংঘাতে ব্যবহার করেছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী দ্রুত বৃদ্ধি পাওয়া ব্যক্তিগত নজরদারি বাজারের অনেক ক্যামেরা দুর্বল পাসওয়ার্ড, পুরানো ফার্মওয়্যার এবং ভুল ইনস্টলেশনের কারণে সহজেই হ্যাক করা সম্ভব।

গত সপ্তাহে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের উঁচু ভবনগুলোতে আঘাত হানে। এর পর, সরকারি রেডিওতে ইসরাইলের জাতীয় সাইবার ডিরেক্টরেটের সাবেক উপপরিচালক রাফায়েল ফ্রাঙ্কো নাগরিকদের সতর্ক করে বলেন, ‘গত দুই-তিন দিন ধরে ইরান ক্যামেরাগুলো থেকে ক্ষেপণাস্ত্র আঘাতের স্থান শনাক্তের চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট হামলা চালানো যায়। তাই সবাইকে অনুরোধ করছি, ক্যামেরা বন্ধ করুন অথবা পাসওয়ার্ড পরিবর্তন করুন।’

উল্লেখ্য, ফ্রাঙ্কো বর্তমানে সাইবার নিরাপত্তা সংস্থা কোড ব্লু পরিচালনা করছেন।

ইসরাইল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে সাইবার আক্রমণের সংখ্যাও বেড়ে গেছে। ইসরাইলপন্থী হ্যাকার গ্রুপ ‘প্রিডেটরি স্প্যারো’ ইরানের একটি প্রধান ব্যাংক ও একটি ক্রিপ্টো এক্সচেঞ্জে সাইবার আক্রমণের দায় স্বীকার করেছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ইসরায়েল দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালিয়েছে।

ইসরাইলের জাতীয় সাইবার ডিরেক্টরেটের এক মুখপাত্র জানান, ‘যুদ্ধ পরিকল্পনায় ইরান বারবার ব্যবহার করছে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরা। আমরা দেখেছি, যুদ্ধ চলাকালীন এই ধরনের প্রচেষ্টা বাড়ছে।’

হামাস এর আগেও এই কৌশল ব্যবহার করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার আগে গাজা সীমান্তবর্তী ইসরায়েলি এলাকায় থাকা হাজার হাজার ব্যক্তিগত ও সরকারি ক্যামেরা হ্যাক করে হামাস বিশাল তথ্য সংগ্রহ করে বলে জানান সাইবার ডিরেক্টরেটের সদ্য সাবেক পরিচালক গ্যাবি পোর্টনয়।

তিনি আরও জানান, ‘হামাসের গোয়েন্দা সংগ্রহ ছিল বিপর্যয়কর। তাদের হামলার প্রস্তুতিতে এগুলোর ভূমিকা ছিল স্পষ্ট।’

রাশিয়াও ইউক্রেন আক্রমণের পর এই পদ্ধতি ব্যবহার করেছে বলে জানা গেছে। 

গত ১৩ জুন ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে তেল আবিবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে। ইরান জানিয়েছে, ইসরাইলি হামলায় তাদের ২০০ জনেরও বেশি নিহত হয়েছে। ইসরাইলে এখন পর্যন্ত ২৪ জন নিহত ও ৮০০-এর বেশি মানুষ আহত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

তথ্যসূত্র: ব্লুমবার্গ 

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইরান #সিসিটিভি ক্যামেরা #হ্যাক