ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নিশ্চিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২২ জুন) সকাল ৫টা ৪৫ মিনিটে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ফোর্দো, নাতান্জ এবং ইসফাহান—এই তিনটি স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
তিনি বলেন, ‘আমরা ফোর্দোতে মূল লক্ষ্যবস্তুর ওপর পূর্ণ ক্ষমতায় বোমা ফেলেছি। এখন আমাদের সব বিমান ইরানের আকাশসীমা ছাড়িয়ে নিরাপদে ফিরে আসছে।’
ট্রাম্প আরও দাবি করেন, এই অপারেশন ছিল সম্পূর্ণ সফল এবং এমন অভিযান চালানোর সক্ষমতা বিশ্বের আর কোনো দেশের নেই। ‘আমাদের বীর সেনাদের অভিনন্দন,’ বলেন তিনি।
বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম ট্রাম্পের এই ঘোষণার সত্যতা নিশ্চিত করেছে।
এই হামলার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের নেতৃত্বাধীন যুদ্ধে সম্পৃক্ত হয়, তবে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তারা যে ক্ষতির মুখে পড়বে, তা পূরণ করার মতো কিছু থাকবে না।’
জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি এসব কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা এপি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও কিছুদিন আগে এক টেলিভিশন ভাষণে সতর্ক করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে।’
এমএ//