আন্তর্জাতিক

জাতির উদ্দেশ্যে ট্রাম্পের ভাষণ

ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা ‘অসাধারণ সামরিক সাফল্য’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সমরিক স্থাপনায় হামলা চলানোর পর জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলা ছিল ‘অসাধারণ কৌশলগত সাফল্য’। স্থানীয় সময় শনিবার (২২ জুন) রাত ১০টায় হোয়াইট হাউস থেকে সম্প্রচারিত ওই ভাষণে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে বোমা বর্ষণ করে। এই অভিযান সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আজকের রাত বিশ্বকে দেখিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তা রক্ষায় কতটা অঙ্গীকারবদ্ধ।’

টেলিভিশনে প্রচারিত এ ঘোষণায় ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘শান্তির পথে না এলে ইরানকে ভবিষ্যতে আরও ভয়াবহ হামলার মুখোমুখি হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং বিশ্বব্যাপী সন্ত্রাসে ইন্ধন জোগানো একটি রাষ্ট্রের পক্ষ থেকে আসা হুমকি দমন করা।’

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র