ইরান ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
বুধবার (১৮ জুন) নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে সম্প্রচারিত এক পুরোনো (১৮ জুন) টেলিভিশন বক্তব্য নতুন করে শেয়ার করে তিনি বলেন, যদি আমেরিকা ইরান ও ইসরাইলের দ্বন্দ্বে সরাসরি জড়িয়ে পড়ে, তবে সেই সিদ্ধান্ত তাদের জন্য চরম ক্ষতির কারণ হবে।
বক্তব্যে খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হবে, তা ইরানের ক্ষতির তুলনায় বহুগুণ বেশি হবে।’
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কোম প্রদেশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন—ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলার ঘটনা ঘটেছে।
কোমের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র মোরতেজা হেইদারি বলেন, ‘শত্রুর উপস্থিতি শনাক্তের পর আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে, তবে তার আগেই ফোরদোর একটি অংশে বিমান হামলা হয়।’
সরকারি বার্তা সংস্থা ইরনা-ও জানিয়েছে, ইসফাহান ও নাতানজ এলাকাতেও হামলা হয়েছে। ইসফাহানের গভর্নরের সহকারী আকবর সালেহি বলেন, ওই দুই অঞ্চলের পারমাণবিক স্থাপনার আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
তবে ইরনা এক সরকারি সম্প্রচার কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলোতে তেজস্ক্রিয় কোনো উপাদান ছিল না। এতে ধারণা করা হচ্ছে, হামলার আগেই হয়তো এসব কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা অন্যান্য তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে নেওয়া হয়েছিল।
এমএ//