বিনোদন

অক্টোবরে নিউইয়র্কে প্রথম ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’

নিউইয়র্ক প্রতিনিধি, যুক্তরাষ্ট্র

ছবি: বায়ান্ন টিভি

বাংলাদেশি সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের  নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম ও পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র-এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে এবং সব ক্যাটাগরিতে সেরাদের পুরস্কার প্রদান করা হবে।

নিউইয়র্ককে বলা হয়ে থাকে বিভ্নি ভাষাভাষি অভিবাসীদের অন্যতম প্রধান গন্তব্য স্থান।শহরটিতে কয়েকলাখ প্রবাসী বাংলাদেশি বাস করছেন।বাংলাদেশের ঢালিউড পাড়া ও শো জগতের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন সংগঠন অ্যাওয়ার্ড শো, কনসার্ট কিংবা আনন্দ-বিনোদনের আয়োজন করে থাকে। প্রায় পুরো বছরই নিউইয়র্ক যেনো বাঙালি কমিউনিটির উৎসব আয়োজনের প্রধান স্পট।

সম্প্রতি এই শহরটির সিনেমা হলগুলোতে নিয়মিত ঢালিউড সিনেমা প্রদর্শিত হচ্ছে। তবে এতদিন বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে কোনো উৎসবের আয়োজন থেকে পিছিয়ে ছিল এই শহরটি। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এই আকাঙ্খা পূরণ করতে যৌথভাবে এগিয়ে এসেছে  প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিও।

‘লাইট, ক্যামেরা, ম্যাজিক!’-এই স্লোগান নিয়ে প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিও যৌথভাবে শহরটিতে আয়োজন করতে যাচ্ছে প্রথম ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। উৎসবটি সফল করতে সার্বিকভাবে সহযোগিতায় থাকছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসারস অ্যাসোসিয়েশন(এবিপিএ)।

‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’ এর আয়োজকরা জানান, এই ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- এই তিন ক্যাটাগরিতে বাংলা সিনেমা জমা, নির্বাচন, প্রদর্শন ও সেরাদের পুরস্কৃত করা হবে।

এই ফেস্টিভ্যাল প্রসঙ্গে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এর এবং আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নির্মাতা ও প্রযোজক অলিভ আহমেদ বায়ান্ন টিভিকে বলেন, ‘আমরা চেষ্টা করছি আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি আন্তর্জাতিক প্লাটফর্ম তৈরি করতে। উৎসবের নাম করে শুধুমাত্র নাচ, গান আর ভিসাপ্রাপ্তদের হাতে গণহারে ক্রেস্ট তুলে দিতে চাই না। আমরা সিনেমার মান উন্নয়ন, গ্লোবালাইজেশন এবং সঠিক বিচার-বিশ্লেষণের মাধ্যমে স্বীকৃতি দিতে চাই। আমাদের রয়েছে অভিজ্ঞ জুড়িবোর্ড।’

ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজক কমিটির সদস্যসচিব লিটু আনাম বলেন, ‘আমাদের এই আয়োজনের সাথে আছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার এসোসিয়েশন।তারা আমাদের নিশ্চিত করেছেন যে সেরাদের উপর তারা বিনিয়োগ করবেন।সুতরাং নাচগানে ভরপুর নয় বরং ফিল্ম ফেস্টিভ্যালের প্রকৃত তাৎপর্য নিয়ে আমরা কাজ করতে চাই।’

এসময় লিটু আনাম বাংলাদেশের সকল নির্মাতা এবং প্রযোজককে অনুরোধ জানান তারা যেন ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে তাদের নির্মিত সেরা কাজটি নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেন।পুরো আগস্ট মাস জুড়ে mov কিংবা mp4 ফর্মেটে শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র  জমা দেওয়া যাবে।  এছাড়া, nybanglaff@gmail.com ইমেইল করা যাবে কিংবা ড্রাইভ লিংক হোয়াটসআপেও দেওয়া যাবে।  হোয়াটসআপ নম্বর: +1 (347) 545-7039 অথবা  +1 (646) 248- 4759 ।

আসছে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’  মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি ও বায়ান্ন টিভি  এবং আমেরিকার Channel 14 ও The New York Editorial.

এমআর//