ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ছয়জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) স্থানীয় কর্মকর্তা আলী আকবর করিমপোর জানান, হামেদান, রেজান এবং নাহাভান্দ শহর থেকে এই ব্যক্তিদের আটক করা হয়েছে।
তিনি বলেন, আটককৃতরা অনলাইনে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে কাজ করছিলেন এবং ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালাচ্ছিলেন।
উল্লেখ্য, ১৩ জুন ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানি কর্তৃপক্ষ মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে আটক করেছে। এ ধরনের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এরই মধ্যে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সূত্র: মেহের নিউজ
এসি//