ইরানের বিরুদ্ধে আর আক্রমণ না করার জন্য ইসরাইলকে নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, যেন তারা ইরানে আর কোনো বিমান হামলা না চালায়।
মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসরাইল, আর বোমা ফেলবেন না। ফেললে তা বড় ধরনের চুক্তিভঙ্গ হবে। আপনাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনুন!’
এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর তীব্র হামলার ঘোষণা দেয়ার কিছুক্ষণ পর ট্রাম্পের এই সতর্ক বার্তা আসলো।
এর আগে দুই দেশের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ তেহরানের কেন্দ্রে সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দেন।
এছাড়া ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তেহরান কাঁপবে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধানও ইরানকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দেন।
ইসরাইলের দাবি, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইরান জানায়, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর তারা ইসরাইলে কোনো হামলা চালায়নি।
এমএ//