ভারতের ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ২০১৭ সালে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। চার বছর বয়সী কন্যা ভামিকা ও ১৫ মাসের পুত্রসন্তান অকায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুশকা বলেন, আমরা সন্তানদের লাইমলাইটে আনতে চাই না। সামাজিকমাধ্যমেও তাদের পরিচয় প্রকাশ করব না। তারা বড় হয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে এটাই আমাদের ভাবনা। ভালোবাসা আমাদের পরিবারের ভিত্তি। সন্তান যেন অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হয় এটাই মূলকথা।

আনুশকা মনে করেন,সন্তান পালন একক দায়িত্ব নয় এটি মা-বাবার যৌথ কাজ। পরিবার হিসেবে তারা একসঙ্গে সন্তান লালন-পালনে যুক্ত।

তিনি আরও বলেন, আজকের সময় বদলে গেছে। সন্তানদের শেখানোর জন্য মা–বাবাকে নিজেকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে হয়। আমাদের সন্তান বুঝে গেছে বাইরে কাজ করাটা আমাদের পরিবারের জন্য স্বাভাবিক বিষয়।

তিনি জানান, বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন এবং পরিবারকে সময় দিচ্ছেন। এক-দুটি সিনেমা করতে পারি, কিন্তু বিরাটকে সারা বছর খেলতে হয়। তাই পরিবারকে সময় দেয়া আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের পর আনুশকাকে আর বড় পর্দায় দেখা যায়নি। ২০২১ সালের জানুয়ারিতে কন্যা ভামিকার জন্ম হয় এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আসে পুত্র অকায়।
এসকে//