দেশজুড়ে

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম

ঝালকাঠির নলছিটিতে এক সাংবাদিককে কুপিয়ে আহত করে খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে তাঁকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক খান মাইনউদ্দিন (৪০) জুরকাঠি গ্রামের বাসিন্দা এবং ‘দৈনিক বাংলাদেশ বুলেটিন’ পত্রিকার বরিশাল ব্যুরোপ্রধান ও আঞ্চলিক ‘দৈনিক দখিনের কণ্ঠ’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

মাইনউদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে নলছিটির দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে সরকারি অর্থায়নে নির্মিত একটি কালভার্ট নিয়ে সংবাদ প্রকাশ করেন মাইনউদ্দিন। 

এর জেরে গতকাল রাত ৯টার দিকে তাঁর বাড়িতে হামলা চালায় ওই এলাকার আবু হোসেন, তার ছেলে ইমরান হাওলাদার, রিয়াজ হাওলাদার, ইব্রাহিম হাওলাদার, নিশাত সিকদার, আলম হাওলাদার, সানি হাওলাদারসহ ১০ থেকে ১২ জন। এ সময় তাদের হাতে রামদা, চাপাতি, ছুরি, লোহার রড, হাতুড়িসহ বিভিন্ন দেশি অস্ত্র ছিল। 

হামলার একপর্যায়ে মাইনউদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে তারা। মাইনউদ্দিন অচেতন হয়ে পড়লে তাঁকে পাশের খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাইনউদ্দিনের বাবা আবদুল আজিজ খান বলেন, মাইনউদ্দিনকে হত্যার উদ্দেশ্যেই কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝালকাঠি #কুপিয়ে জখম #আহত #হামলা