কৌশলগত পরমাণু বোমা বহনে সক্ষম ডজন খানেক এফ ৩৫এ যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে যুক্তরাজ্য। মার্কিন অ্যারোস্পেস, প্রতিরক্ষা, নিরাপত্তা কোম্পানি লকহিড মার্টিনের কাছ থেকে এসব যুদ্ধ বিমান ক্রয় করবে দেশটি। ডাউনিং স্ট্রীটের বরাতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বর্তমানে চরম অনিশ্চিয়তার যুগে আমরা আর শান্তিকে খুব সহজেই ধরে নিতে পারি না। আর এ কারণেই সরকার জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করতে যাচ্ছে।
উল্লেখ্য, এই লকহিড মার্টিন নির্মিত বিমানগুলো কিনলে স্নায়ু যুদ্ধের পর প্রথমবারের মতো দেশটির বিমান বাহিনী পরমাণু অস্ত্র বহনে সক্ষমতা অর্জন করবে।
সম্প্রতি, রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি ও ইউরোপের নিরাপত্তা দেখভালকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত ভূমিকা ধীরে ধীরে কমে আসার কারণে যুক্তরাজ্য প্রতিরক্ষাখাতে ব্যয় বৃদ্ধি করছে।
এনএস/