তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান। বুধবার (২৫ জুন) এই সিরিজের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, পাকিস্তান দল বাংলাদেশে আসবে ১৬ জুলাই। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।
সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে।
চলতি মাসেই পাকিস্তানে গিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল।
এমএইচ//