রাজনীতি

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা নিয়ে ক্ষোভ ঝাড়লেন হাসনাত-সারজিস

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে অন্তর্বর্তী সরকারের শপথের দিনটিকে (৮ আগস্ট) নতুন বাংলাদেশ দিবসঘোষণা করেছে সরকার। তবে নতুন বাংলাদেশের জন্ম ৮ আগস্ট নয়, ৫ আগস্টউল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড আইডি থেকে পোস্ট করে তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট, ৮ আগস্ট নয়। ৫ আগস্টের সাধারণ ছাত্র-জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।

এর কিছুক্ষণ পরেই সারজিস আলম লিখেন, ‘৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। একইসঙ্গে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসএবং দ্বিতীয় স্বাধীনতা দিবসবলেও ঘোষণা করেন তিনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাসনাত-সারজিস