আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে নিহতদের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সিএনএন

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিহতদের সম্মান জানাতে রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত যুদ্ধে প্রাণ হারানো প্রায় ৬০ জনকে সম্মান জানাতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন উচ্চপদস্থ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা।

রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য অনুযায়ী, ‘শহীদদের সম্মানে আনুষ্ঠানিকভাবে শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে।’

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, অংশগ্রহণকারীরা কালো পোশাকে ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে শোক প্রকাশ করছেন এবং নিহতদের ছবি বহন করছেন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল