দেশজুড়ে

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার মধুগ্রামের জিল্লুর রহমান(৬৫), পাগলাদাহ গ্রামের মো. জালাল(৬৫), চিকিৎসক আব্দুল হালিম(৫৫) এবং বাসের চালক সরকারি হাসিব(৩২)। 

বিষয়টি গণমাধ্যমকে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৩টার দিকে হামদান এক্সপ্রেসের একটি নৈশকোচ যশোরের নোয়াপাড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় একটি মালবোঝাই ট্রাকও যাচ্ছিল। সিংপাড়া-নোয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মাঝামাঝি লন্ডন স্কুলের কাছে বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এর ফলে বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ে আঘাত করে।

এ দুর্ঘটনায় বাসের যাত্রী জিল্লুর রহমান ও মো. জালাল ঘটনাস্থলে মারা যান। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আব্দুল হালিম এবং বাসের চালক হাসিবও মৃত্যুবরণ করেন। 

পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালকরা পালিয়ে গেছেন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এই দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মুন্সিগঞ্জ #সড়ক দুর্ঘটনা