সম্প্রতি ইসরাইল-ইরানের চলমান ১২ দিনের যুদ্ধের মধ্যে ইরান ৯ জন সাংবাদিককে হারিয়েছে বলে জানায় ইরানের বেসিজ মিডিয়া অর্গানাইজেশন।
সংস্থাটির প্রধান মরতেজা কার আমুজিয়ান শনিবার (২৮ জুন) তেহরানে এক সাক্ষাৎকারে বলেন, আমাদের সাংবাদিকদের সরাসরি টার্গেট করে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে, যার ফলে ৯ জন সাংবাদিক শহীদ হয়েছেন। এছাড়া আরও ১০ জনের বেশি সাংবাদিক এই যুদ্ধে আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলমান রয়েছে।
আন্তর্জাতিক আইনকে সামনে রেখে মরতেজা কার আমুজিয়ান বলেন, আইসিসি (আন্তর্জাতিক ফৌজদারি আদালত) এর বিধান অনুসারে সাংবাদিকদের ওপর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। ১৯৪৯ সালের চতুর্থ জেনেভা কনভেনশন এবং এর অ্যাডিশনাল প্রোটোকল-১ অনুযায়ী বেসামরিক মানুষ ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। কিন্তু এই হামলা সেই আইন লঙ্ঘন করেছে।
তিনি আরও বলেন, এটি একটি গণমাধ্যমবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে উপেক্ষা করতে পারে না। আইনি পদক্ষেপ এবং দোষীদের আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করতে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে তেহরানে ইসরাইলি বিমান হামলায় নিহত শহীদদের জানাজার জন্য হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। শহীদদের কফিন, যেগুলো জাতীয় পতাকায় মোড়ানো ছিল। সেগুলোর চারপাশে হাজারো জনতার ঢল ঘিরে ছিল। তেহরান শহরের এঙ্গেলাব স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়কগুলোতে এক আবেগপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। জনতা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ইসরাইলি হামলার প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছে।
এসকে//