যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বড় ধরনের কর ছাড় ও ব্যয় বিলটি মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) বিলটি ৫১-৫০ ভোটে পাস হয়।
এই বিলে কর এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমানো, সেনাবাহিনীর সক্ষমতা ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। বিলের পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ‘টাই’ ভেঙে বিলের পক্ষে ভোট দেন। বিলটির বিপক্ষে ভোট দেন ডেমোক্র্যাটদের ৪৭ সদস্য। ৩ জন রিপাবলিকানও বিলের বিপক্ষে ভোট দেন।
এদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ বা দেশকে হুমকির অভিযোগে দণ্ডিতদের নাগরিকত্ব অগ্রাধিকার দিয়ে বাতিল করতে বিচার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু যুদ্ধাপরাধ নয়, গ্যাং সদস্য, যৌন অপরাধ, আর্থিক জালিয়াতি বা অভিবাসন প্রক্রিয়ায় তথ্য গোপনের অভিযোগেও নাগরিকত্ব বাতিল করা হবে। এছাড়া ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ আছে এমন লোকদের নাগরিকত্ব বাতিলের ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে থাকবে। মঙ্গলবার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই এই তথ্য জানিয়েছে।
এমএ//