আন্তর্জাতিক

পারমাণবিক কর্মসূচি বন্ধে ‘আলোচনা’ প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের পারমাণবিক কর্মসূচি নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

বৃহস্পতিবার (০৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি বলেন, যদি (জেসিপিও) এর যৌথ কমিশনের সমন্বয়কারী মনে করেন যে ভবিষ্যৎ যেকোনো আলোচনার উদ্দেশ্য হবে "ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান", তাহলে এর অর্থ হবে:

ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) এর মৌলিক বিধানসমূহ উপেক্ষা করছেন, যেখানে সকল স্বাক্ষরকারী রাষ্ট্রের জন্য শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি উন্নয়ন, গবেষণা ও ব্যবহারের অধিকার স্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে।

এই দৃষ্টিভঙ্গির ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২২৩১ এবং জেসিপিও -এর নিজস্ব শর্তাবলীর প্রতি আর কোনো মর্যাদা বা বৈধতা বজায় থাকে না, বিশেষ করে যখন সমন্বয়কারীর অবস্থান এসব নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এর পরিণতিতে তথাকথিত "স্ন্যাপব্যাক" প্রক্রিয়াও ভিত্তিহীন হয়ে পড়ে।

ফলস্বরূপ, ভবিষ্যতের যেকোনো আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন, এর সদস্য রাষ্ট্রসমূহ, এবং যুক্তরাজ্যের অংশগ্রহণ ও ভূমিকা কার্যত অপ্রাসঙ্গিক এবং গুরুত্বহীন হয়ে যাবে।

এর আগে কাজা কালাস ‘ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা উচিত’ বলে আলোচনা অবিলম্বে পুনরায় শুরু করার উপর জোর দিয়েছিলেন।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কোনো উল্লেখ না করেই ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইইউ #ইরান #পরমাণু