প্রান্তিক পর্যায়ের খামারিদের হাত ধরে দেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী করতে মাঠ পর্যায়ে সরাসরি উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে আয়োজন করা হয় এক উঠান বৈঠকের।
রোববার (০৬ জুলাই) সকালে আয়োজিত এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, সরকার প্রান্তিক খামারিদের ক্ষমতায়ন এবং পোল্ট্রি উৎপাদন বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর বাজার ব্যবস্থাপনাও গুরুত্ব পাচ্ছে।
ইউটিসি উদ্যোগের আওতায় আয়োজিত এ সভায় স্থানীয় নারী ও পুরুষ খামারিরা হাঁস-মুরগি পালনের নানা চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরেন। ফরিদা আখতার মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা নিরাপদ করতে সরকার শুধু প্রযুক্তি নয়, প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করছে। বিশেষ করে নারী খামারিদের জন্য রয়েছে আলাদা অগ্রাধিকার।’
উঠান বৈঠকে উপস্থিত খামারিরা ভ্যাকসিন সরবরাহ, খাদ্যের মান, রোগ প্রতিরোধ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ নিয়ে সরব আলোচনা করেন। ফরিদা আখতার তাদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে বলেন, ‘সরকার সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।’
এমএ//