অর্থনীতি

জুলাই যোদ্ধাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ২৫ কোটি টাকার তহবিল

জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা দিতে ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (০৮ জুলাই) রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মানসুর।

তহবিলের মধ্যে ১৪ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক নিজস্ব অর্থভাণ্ডার থেকে দেবে। আর বাকি ১১ কোটি টাকা আসবে ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে, যেগুলো গেল অর্থবছরে ৪০০ কোটির বেশি নিট মুনাফা করেছে।

এই পুরো অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর তত্ত্বাবধানে হস্তান্তর করা হবে, যেখান থেকে তা প্রয়োজন অনুযায়ী ব্যয় করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই #জুলাই যোদ্ধা