ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ভূমিকম্প হয়েছে।
সকাল ৯টার পরপর ৪.৪ মাত্রায় এই ভূ-কম্পন হয়।
রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে এই ভূ-কম্পনের উৎপত্তি। ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এসময় দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের সময় তাদের বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কেঁপে উঠে। অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান।

এসময় দিল্লির পাশে উত্তর প্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরু গ্রাম এলাকাতেও কম্পন হয়। সেখানকার অফিসগুলো কম্পিউটার কেঁপে ওঠে। অফিসের কর্মরতরা ভয়ে বহুতল অফিস ছেড়ে বাইরে বের হয়ে যান।
গেল ফেব্রুয়ারিতেও দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। সেবারক ম্পনের মাত্রা ছিল ৪।
ভূ-বিজ্ঞানীদের মতে, ভৌগোলিক অবস্থানগত কারণে দিল্লিতে ভূমিকম্প অস্বাভাবিক কিছু নয়।
ভারতের জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ভূখণ্ডের প্রায় ৫৯ শতাংশ এলাকায় ভূমিকম্প ঝুঁকিতে আছে।