আন্তর্জাতিক

নেতানিয়াহু ও ইইউকে তুলোধুনো করলেন স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসকে উৎখাত ও জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের দমন-পীড়ন আরও ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই সেখানে চলেছে নির্বিচার বিমান ও স্থল হামলা, যুদ্ধে ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল।

গাজা যেন পরিণত হয়েছে এক চলমান মৃত্যুপুরীতে। নিরাপদ আশ্রয় বলে কিছুই অবশিষ্ট নেই- ঘর, মসজিদ, হাসপাতাল কিংবা জাতিসংঘের ত্রাণ কেন্দ্র- সবই হামলার লক্ষ্যবস্তু। একইসঙ্গে চরম খাদ্য সংকট ও মানবিক দুর্ভিক্ষে নিপতিত গাজাবাসীরা এখন দিশেহারা।

এই পরিস্থিতিকে ‘নজিরবিহীন গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করে শুধু ইসরায়েলকেই নয়, বরং পশ্চিমা বিশ্বের নীরব ভূমিকার জন্য ইউরোপীয় ইউনিয়নকেও দায়ী করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বুধবার (০৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

সংবাদ সংস্থাটি বলছে, স্পেনের প্রধানমন্ত্রী বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না।

স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে, তা ইতিহাসে ‘২১শ শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায়’ হিসেবে বিবেচিত হবে।

সানচেজ বলেন, যেসব মর্মান্তিক ছবি আমরা প্রতিদিন দেখছি — ধ্বংসস্তূপে পরিবারকে খুঁজে বেড়ানো শিশু, তীব্র খাদ্যসংকটে তাঁবুতে নিঃশ্বাসত্যাগ করা মানুষ — এগুলো কেবল আমাদের আবেগে আঘাত করা বা বিব্রত হওয়ার জন্য নয়। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপকে পদক্ষেপ নিতে বাধ্য করা উচিত।

তিনি বলেন, যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু ফিলিস্তিনে করেন, তাহলে আমরা তাকে ছাড় দিতে পারি না।

উল্লেখ্য, টানা ২১ মাস ধরে ফিলিস্তিনের গাজায় লাগাতার হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পেদ্রো সানচেজ #স্পেন #গাজা