ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্রতা বাড়ানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর সাথে বৈঠক করবেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশিয়া দেশগুলোর জোট) এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এ বৈঠকটি হবে। এটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর প্রথম এশিয়া সফর।
তিনি এমন এক সময় সফর করছেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করেছে। ইতোমধ্যে ট্রাম্প ২২টি দেশের ওপর পাল্টা অতিরিক্ত শুল্কারোপ করেছেন,যা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ককে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রুবিও ও লাভরভের বৈঠকটি আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত হবে যা তাদের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
এদিকে রাশিয়া ইউক্রেনের কিয়েভ শহরে বুধবার রাতে আবারও হামলা চালিয়েছে, যার ফলে সাতজন আহত হয়েছেন। কিয়েভের সামরিক প্রশাসন সকালে এ তথ্য নিশ্চিত করেছে।
এমন পরিস্থিতিতে ট্রাম্প দাবি করেছেন, পুতিন ইউক্রেন নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছেন এবং ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করার কথা বলেছেন যেন তারা আরও ভালোভাবে নিজেদের রক্ষা করতে পারে।
উল্লেখ্য, রুবিও ও লাভরভ সর্বশেষ ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন। এরপরেও এই দুই শীর্ষ কূটনীতিক একাধিক বার ফোনে যোগাযোগ করেছেন।
সূত্র : এএফপি
এসকে//