কিশোরগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর অর্ধগলিত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের বাচ্চু মিয়ার পাটক্ষেত থেকে পাওয়া যায় তাকে।
নিহতের নাম রোজা মনির (০৬)। রোজা ওই এলাকার মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে। বিষয়টি গণমাধ্যমকে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
জানা যায়, গেল রোববার (০৬ জুলাই) বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল রোজা মনি। হঠাৎ করে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। পরে শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি পাটক্ষেতের পাশে জমিতে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পেয়ে রোজা মনির মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
রোজা মনির ফুপাতো ভাই নাইম মিয়া জানান, নিখোঁজের পর পরিবারের সবাই বিভিন্ন জায়গায় খোঁজ করে। কিন্তু রোজা মনিকে কোথাও পাওয়া যায়নি।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসকে//