বলিউডের জনপ্রিয় উঠতি অভিনেত্রী ফাতিমা সানা শেখ। সম্প্রতি নিজের জীবনের এক ভয়ানক অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে শেয়ার করেছেন।
হটারফ্লাইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জনসমক্ষে অযাচিত স্পর্শের শিকার হওয়ার পর প্রতিবাদ জানিয়ে উল্টো শারীরিক আক্রমণের মুখে পড়েছিলেন তিনি।
ফাতিমা বলেন, আমি তাকে মেরেছিলাম কারণ সে আমাকে বাজেভাবে ছুঁয়েছিল। কিন্তু সে এত জোরে আমাকে মারে যে আমি মাটিতে পড়ে যাই। ঘটনাটি তার মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন,এরপর থেকে আমি অনেক বেশি সতর্ক হয়ে গেছি। এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সেটা ভেবে রাখতে হয়।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, করোনাকালীন লকডাউনের সময় মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালানোর সময়ও তাকে হয়রানির শিকার হতে হয়েছিল।
আমি মাস্ক পরে সাইকেল চালাচ্ছিলাম। একটা টেম্পো পেছনে হর্ন বাজাতে থাকে,সঙ্গে কুৎসিত আওয়াজ। আমি যখন নিজের গলিতে ঢুকি তখনই সে পিছু হটে বলেন ফাতিমা।
এসকে//