বিনোদন

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে আশফাক নিপুণের প্রশ্ন,সমাজ কি নিরাপদ !

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটেছে।  চাঁদ মিয়া ওরফে সোহাগ (৩৫) নামের ওই ব্যবসায়ীকে হত্যার পর তার মৃতদেহের ওপর দাঁড়িয়ে উল্লাস করা একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকে শহরের বিভিন্ন জায়গায় তীব্র প্রতিবাদ ও শোক প্রকাশ করা হচ্ছে।

নিহত সোহাগের পরিবার অভিযোগ করেছে, ব্যবসায়িক আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে এই নির্মম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। নিহতের পরিবারের দাবি, হত্যাকারীরা শুধুমাত্র সোহাগকে হত্যা করেনি,তার মৃতদেহের ওপর দাঁড়িয়ে উল্লাসও করেছে তারা। 

এ ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুণ নিজেও তার ফেসবুক পোস্টে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এটা শুধু একটি হত্যাকাণ্ড নয়। এটি আমাদের সমাজের এক ভয়াবহ অবক্ষয়ের চিত্র। মিটফোর্ড হাসপাতালের মতো প্রকাশ্য স্থানে এমন নৃশংস ঘটনা সমাজের জন্য এক বড় সংকেত।

তিনি আরও বলেন, যারা এমন কাণ্ড ঘটাতে পারে তারা যদি ক্ষমতায় আসে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কি নিশ্চিত হবে?

তিনি তার স্ট্যাটাসে আরও লিখেন, আমরা চাই না,দেশের শীর্ষ নেতা বা নেত্রীরা এমন ঘটনায় পালিয়ে যাবেন। হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। 

এছাড়াও আশফাক নিপুণ তার পোস্টে রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন করেছেন, এই হত্যাকারীরা যদি ক্ষমতায় আসে তাহলে সাধারণ মানুষের কণ্ঠ কি আর শোনা যাবে? সমাজের বিচার ব্যবস্থা কীভাবে এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে আরও কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে।  যাদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মিটফোর্ডে #ব্যবসায়ী #হত্যার #প্রতিবাদে #আশফাক #নিপুণের #প্রশ্নসমাজ #নিরাপদ # #