ঢাকা, খুলনা ও চট্টগ্রামসহ দেশের ১১টি অঞ্চলে আজ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন নদীবন্দর এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
পূর্বাভাস অনুযায়ী, আজ ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
দিনের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রায় সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী দিনগুলিতে তাপমাত্রা মোটামুটি স্থির থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমএ//