পঞ্চগড়ের সদর উপজেলায় বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল করে মামলা ও হামলার অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত ওই নেতার নাম এবিএম আখতারুজ্জামান শাহজাহান। তিনি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়া পাড়া এলাকায় ভূক্তভোগী পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় ভূক্তভোগী পরিবারের সদস্য জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, ফিরোজ আলম, শফিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
ভূক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়া পাড়া এলাকায় ভূক্তভোগী জাহাঙ্গীর আলম ও তার বংশীয় লোকজন দীর্ঘ সময় ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। বিনিময় সূত্রে তারা ৭০০-৭৫০ বিঘা জমির মালিক ছিলেন। কিন্তু বিএনপি নেতা ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহানের পিতা বদিউজ্জামান কানুনগো হওয়ার সুবাদে জমির কাগজপত্র জাল করে মালিক বনে যান। ভূক্তভোগীরা বিভিন্ন সরকারী দপ্তরে যোগাযোগ করেও জমির মালিকানা লাভ করতে পারেন নি। তবে ভূক্তভোগী জাহাঙ্গীর আলম ও তার পরিবারের সদস্যরা বর্তমানে ৪০ বিঘা জমি চাষাবাদ করছেন। সে জমিগুলো বিএনপি নেতা শাহজাহান তার দলীয় প্রভাব খাটিয়ে দলীয় নেতাকর্মী দিয়ে ভূক্তভোগীর পরিবারের উপর হামলা করছেন। বাড়ি ঘর জ্বালিয়ে দেয়ার হুমকী দিচ্ছেন। পুলিশ তাদের হয়রানি করছেন। বাসায় থাকতে দেয়া হচ্ছে। এমনক কোথায় কোন বিচার পাচ্ছেন না তারা।
সংবাদ সম্মেলনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভূক্তভোগীরা।
সব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান বলেন, আমরা কারো জমি দখল করতে যাইনি। কিংবা কারো উপর হামলা মামলা করিনি। তারাই আমাদের উপর মামলা করেছেন। আমাদের বসার কথা ছিল গত ২৫ জুন কিন্তু তারা আর বসেনি। এখন তারা নানা ঝামেলা তৈরি করছে। কারো কোন কথা মানেনা শোনেনা৷ আমরাও চাই আপনাদের মাধ্যেমে প্রকৃত ঘটনা বের হয়ে আসুক।
আই/এ