গ্ল্যামারের শহর লস অ্যাঞ্জেলেসে নেমে এসেছে বিষাদের ছায়া। জনপ্রিয় মার্কিন সংগীত রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর তত্ত্বাবধায়ক পুরস্কারজয়ী প্রযোজক রবিন কে ও তাঁর স্বামী, গায়ক থমাস ডেলুকা, তাদের নিজ বাসায় নির্মম হত্যার শিকার হয়েছেন।
গত ১৪ জুলাই এনসিনো এলাকায় অবস্থিত তাদের নিজস্ব বাড়ি থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাসার আলাদা কক্ষ থেকে উদ্ধার হয় দুই তারকার নিথর দেহ।
পুলিশ জানিয়েছে, বাড়ির মূল দরজার সামনে রক্তের দাগ দেখে সন্দেহ হয়। জানালা ভেঙে ভেতরে ঢুকতেই মেলে ভয়াবহ দৃশ্য। রবিন ও থমাসকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
এই জোড়া খুনের ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত চলছে সিসিটিভি ফুটেজ ঘেঁটে। তবে আশ্চর্যের বিষয়, বাসা থেকে কোনো কিছু চুরি হয়নি। অর্থাৎ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
সূত্রের দাবি, হত্যার কয়েকদিন আগেই একাধিকবার ৯১১ নম্বরে ফোন করা হয়েছিল। ১০ জুলাই একজন অজ্ঞাত বন্দুকধারীকে বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। এমনকি একজন প্রতিবেশী দাবি করেন, কাউকে ‘লাফিয়ে পড়তে’ দেখেছেন। তবে তখন পুলিশের উপস্থিতিতে কাউকে পাওয়া যায়নি। এখন খতিয়ে দেখা হচ্ছে, এই ঘটনা হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবে যুক্ত কি না।
প্রতিবেশীরাও জানান, চারদিন ধরে রবিন ও থমাসের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তাতেই সন্দেহ দানা বাঁধে।
রবিন কে ছিলেন মার্কিন সংগীত রিয়েলিটি শো-এর পেছনের এক অবিচ্ছেদ্য নাম। ‘আমেরিকান আইডল’-এর অন্তত ১৫টি সিজনে সংগীত তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন গিল্ড অব মিউজিক সুপারভাইজারস অ্যাওয়ার্ড। 'লিপ সিঙ্ক ব্যাটেল'-সহ আরও একাধিক সফল প্রজেক্টেও ছিল তার অবদান।
স্বামী থমাস ডেলুকাও ছিলেন সঙ্গীতজগতের এক পরিচিত মুখ। একসঙ্গে জুটি বেঁধে কাজ করতেন, একে অন্যের অনুপ্রেরণা হয়ে।
এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে হলিউডে। সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে দিচ্ছেন শেষ শ্রদ্ধা। সবাই বলছেন এক কথা—এই হত্যাকাণ্ড শুধু দু’টি প্রাণ কেড়ে নেয়নি, বরং সংগীত ও বিনোদন জগতের এক উজ্জ্বল অধ্যায়কে অকস্মাৎ থামিয়ে দিয়েছে।
এসি//