দেশজুড়ে

গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জে। এ সময় গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে চার প্লাটুন বিজিবি।

শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।  এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে, শহরের পৌরপার্ক এলাকায় অনুষ্ঠিত এনসিপির সমাবেশ শেষে পদযাত্রা চলাকালে হঠাৎ করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তারা মিছিলসহ মঞ্চে উঠে পড়ে এবং ভাঙচুর চালায়। 

মাইক, সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করা হয়। পাশাপাশি এনসিপির উপস্থিত কর্মীদের ওপর শারীরিক আক্রমণও চালানো হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সহিংসতা থামাতে পুলিশ বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে ছাত্রলীগের কর্মীরা এনসিপির গাড়িবহরের দিকে ইটপাটকেল ছুড়ে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, রাষ্ট্র সংস্কার, জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার এবং বৈষম্যহীন সমাজ গঠনের দাবিতে এনসিপি এই সমাবেশ ও পদযাত্রার আয়োজন করেছিল। তবে সংঘর্ষের ঘটনায় অনুষ্ঠানটি সহিংস রূপ নেয় এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার জন্ম দেয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ #এনসিপি #ছাত্রলীগ #হামলা