বিনোদন

সিড-কিয়ারার ঘরে নতুন অতিথি

বিনোদন ডেস্ক

বলিউডের রূপালি পর্দার রোমান্টিক জুটি এবার বাস্তব জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে পা রাখলেন। বিয়ের মাত্র দুই বছরের মাথায় বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তাদের সংসারে এসেছে নতুন অতিথি—একটি ফুটফুটে কন্যাসন্তান।

গত কয়েক দিন ধরেই কানাঘুষো চলছিল। ১২ জুলাই থেকে মুম্বাইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে নিয়মিত যাতায়াত করছিলেন তারা। ছাতা দিয়ে মুখ ঢেকে, ক্যামেরা থেকে নিজেকে আড়াল করে যে প্রস্তুতি চলছিল, তার পরিণতিই এলো ১৫ জুলাই রাতে। মা হলেন কিয়ারা, আর চিরপরিচিত সেই ‘শেরশাহ’ এখন একরত্তি মেয়ের গর্বিত বাবা।

সন্তানের জন্মের পর বুধবার প্রথমবারের মতো মুখ খুলেছেন সিদ্ধার্থ। জানালেন, “আজ থেকে আমাদের জীবন বদলে গেল। আমাদের মেয়ের আগমন আমাদের হৃদয় পরিপূর্ণ করেছে।”

এই খবর ছড়িয়ে পড়তেই যেন উৎসব শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। বলিউড তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন একে একে। হাসপাতালের সামনে দেখা গেছে সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং পরিবারের অন্য সদস্যদের। আনন্দ, আবেগ আর উচ্ছ্বাসে ভাসছে দুই পরিবারের সদস্যরাও।

গত মে মাসে মেট গালার লাল গালিচায় স্ফীত উদরে হেঁটে নজর কাড়েন কিয়ারা। সেই ছবিগুলো তখন শুধু ফ্যাশনের নয়, ছিল মাতৃত্বের গর্বিত প্রকাশ। তারপর ক্যামেরার সামনে আর দেখা যায়নি তাকে। কিন্তু যেভাবে নিজের অন্তঃসত্ত্বা সময়টা গোপন রাখার চেষ্টা করেছেন—তা প্রশংসনীয়। সিদ্ধার্থও স্ত্রীর ব্যক্তিগত পরিসর রক্ষা করতে ক্যামেরার প্রতি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিকবার।

একাধিক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, তার ইচ্ছে যমজ সন্তানের। যদিও এ বার একমাত্র কন্যাসন্তানই এসেছে, তবুও মুখে খুশির ঝিলিক স্পষ্ট।

বলিউডের ব্যস্ত এই তারকা জুটি নতুন করে জীবনকে উপভোগ করতে প্রস্তুত। ক্যামেরা, লাইট, অ্যাকশন পেরিয়ে এবার তাদের জীবনের কেন্দ্রবিন্দু সেই ছোট্ট প্রাণ। যাকে ঘিরেই আবর্তিত হবে আগামী দিনের গল্প।

ভক্তরা এখন অপেক্ষায়, কবে সিড-কিয়ারা তাদের কন্যার প্রথম ঝলক ভাগ করে নেবেন দুনিয়ার সঙ্গে। এখনই যদিও নাম বা ছবি প্রকাশ করেননি তারা, তবে যতটুকু জানা গেছে—মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিদ্ধার্থ মালহোত্রা #কিয়ারা আদভানি #বলিউড