জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিশুদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) এই বরাদ্দ ও মঞ্জুরি আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালন উপলক্ষ্যে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বিভাজন এবং সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরি দেওয়া হলো।
এই আদেশে সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের উল্লিখিত অর্থ ব্যয়ের ক্ষমতা দেয়া হয়েছে।
এমএ//