বয়স যে কখনও ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় না, তা প্রমাণ করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
বয়সের ব্যবধানে কিছুটা পার্থক্য থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক একেবারে নিখুঁত। ক্যাটরিনা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং ভিকি যিনি তার থেকে পাঁচ বছরের ছোট। তবে ২০২১ সালে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন তারা।
তাদের এই যুগলজীবন সবার নজর কাড়লেও চার বছরের দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গে প্রেম ও বন্ধুত্বের সুন্দর মেলবন্ধন গড়েছেন দম্পতিযুগল।

সম্প্রতি ক্যাটরিনা কাইফের ৪২তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন ভিকি কৌশল।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিকি কৌশল চারটি ছবি পোস্ট করেছেন। যেগুলো তার এবং ক্যাটরিনার সম্পর্কের জীবনের খুশির মুহূর্ত ধরা পড়েছে।

প্রথম ছবিতে ক্যাটরিনা সাদা টপ ও নীল প্যান্ট পরে দরজা খুলে মজার মুখে উঁকি দিচ্ছেন। পরবর্তী ছবিতে ভিকি ক্যাটরিনাকে জড়িয়ে চুমু খাচ্ছেন। তৃতীয় ছবিতে পাহাড়ে কাটানো একটি মুহূর্তের ছবিতে হাস্যোজ্জ্বল ক্যাটরিনা এবং ভিকি একে অপরের সঙ্গে প্রাণখোলা আড্ডায় মগ্ন।
শেষ ছবিটি সমুদ্রের ধারে সাদা শার্ট পরিহিত ক্যাটরিনার ক্যামেরায় তাকানো মুহূর্তের ছবি।

ভিকি কৌশল তার পোস্টে ক্যাপশন দিয়ে লিখেছেন,"হ্যালো বার্থডে গার্ল, আই লাভ ইউ।" তবে কিছু ভক্তরা মনে করেছেন, বিশেষ দিনটির জন্য আরও ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা উচিত ছিল।

উল্লেখ্য, এ বছর ভিকি কৌশল তার অভিনয় দক্ষতা দিয়ে 'ছাবা' সিনেমায় সাড়া ফেলেছেন। বর্তমানে তিনি 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত।

অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে সর্বশেষ ২০২৩ সালের সিনেমা ‘টাইগার থ্রি’ তে দেখা গেছে।
এসকে//