বিনোদন

আন্তর্জাতিক পর্দায় নতুন রূপে রাণবীর কাপুর

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের অদম্য তারকা রাণবীর কাপুর। যার নাম বললেই চোখে ভেসে ওঠে একাধিক সাড়া জাগানো চরিত্র। এবার আন্তর্জাতিক পর্দায় পা রাখার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিনেমায় তার অসাধারণ অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন কোটি কোটি দর্শক। কিন্তু এবার তিনি হাজির হতে চলেছেন তারকাখচিত এক নতুন মঞ্চে ওরফে হলিউডে।

অসীম জনপ্রিয়তা ও অভিনয়ের বহু বৈচিত্র্যপূর্ণ দাপটের জন্য সবার মন জয় করা রাণবীর কাপুর ইতোমধ্যেই বলিউডে এক প্রভাবশালী অবস্থান তৈরি করেছেন। গেলো বছর তার ‘অ্যানিম্যাল’ ছবিটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। সেই সঙ্গে তিনি একাধিক মেগা প্রজেক্টে ব্যস্ত আছেন। যেমন অ্যানিমাল পার্ক এর সিক্যুয়েন্স, রামায়ণ  সিনেমায় রামের চরিত্র এবং লাভ অ্যান্ড ওয়্যার  নামে বড় বাজেটের ছবি, যেখানে তিনি আছেন আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে। কিন্তু এবার গোপন সূত্রে শোনা যাচ্ছে, সর্বোচ্চ পরিসরে হলিউডে তার নাম আসতে চলেছে। 

টেলিচক্কর এর এক প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হতে চলেছেন রাণবীর কাপুর। পরিচালক মাইকেল বেরের পরিচালনায় তৈরি হতে চলা নতুন বন্ড ছবির জন্য শোনা যাচ্ছে তার নাম। এই ছবিটি হতে চলেছে জেমস বন্ড সিরিজের এক নতুন সূচনা। যা পুরনো ধারার থেকে সম্পূর্ণ ভিন্ন। সিনেমাটি একটি সৃজনশীল পুনর্গঠন হিসেবে তৈরি হবে। সম্ভবত প্রিকুয়েল আকারে, যা ১৯৫০ বা ১৯৬০ এর দশকে সেট করা হতে পারে। গুঞ্জনে জনপ্রিয় চরিত্র পালোমার চরিত্রে আনা দে আর্মাসকেও দেখা যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে। যিনি নো টাইম টু ডাই ছবিতে অভিনয় করেছিলেন।

ব্রিটিশ অভিনেতা চিউয়েটেল ইজিওফোরের নামও শোনা যাচ্ছে এই নতুন ছবিতে। যদিও এখন পর্যন্ত রাণবীর বা মাইকেল বের পক্ষ থেকে এই খবরের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু তারকা ভক্তদের মধ্যে গুঞ্জনের ঝড় উঠেছে।

বয়স কম হলেও এবারের জেমস বন্ড  ছবির ধারণা এমন যে, এটি হতে পারে সবচাইতে কমবয়সী বন্ডের অভিষেক। এই নতুন চরিত্রে রাণবীর কাপুর কেমন মানানসই হবেন, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

এই হলিউড যাত্রা যদি নিশ্চিত হয় তবে এটি রাণবীর কাপুরের ক্যারিয়ারে একটি ঐতিহাসিক মাইলফলক হবে। বলিউড থেকে হলিউডে সফল রূপান্তরের পথ ধরতে তিনি যোগ দিতে পারেন সেই অল্পসংখ্যক ভারতীয় তারকার তালিকায়। যারা আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রমাণ করতে পেরেছেন। তার অভিনয় দক্ষতা আন্তর্জাতিক দর্শকের সামনে নতুন এক মাত্রা যোগ করবে।

তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বলিউড ও হলিউড ভক্তরা। যাতে তারা তাদের প্রিয় তারকাকে এক নতুন দুনিয়ায় দেখতে পারেন। রাণবীরের হলিউড যাত্রা যদি সত্যি হয়, তবে এটি হবে তার ক্যারিয়ারের এক সোনালী অধ্যায়। অর্থাৎ, তার প্রতিভার এক নতুন আলোড়ন সৃষ্টি করবে।

 

এসকে//