বিনোদন

কান উৎসবে ঐশ্বরিয়ার সঙ্গে রেড কার্পেটে হাঁটবেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এবার প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম কান চলচ্চিত্র উৎসবে।  এবারের উৎসবে তিনি নিজেকে প্রমাণ করবেন নতুন এক রূপে।  কারণ ল’রিয়েল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে রেড কার্পেটে হাঁটবেন তিনি।

বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েল প্যারিসের দীর্ঘদিনের অ্যাম্বাসেডর এবং সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনও এবার তার সঙ্গী হিসেবে রেড কার্পেটে থাকবেন।  এই দুই ভারতীয় তারকা একত্রিত হয়ে শুধু ভারত নয়, পুরো বিশ্বের চোখ কান চলচ্চিত্র উৎসবে থাকবে, যা এক নতুন মাত্রা যোগ করবে।

কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট কান উৎসবে যোগ দিতে খুবই উচ্ছ্বাসিত।  সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম যেকোনো কিছুর মধ্যে অন্যরকমের অনুভূতি থাকে।  কান চলচ্চিত্র উৎসবের মত এত বড় একটি মঞ্চে আত্মপ্রকাশ করার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত।  ল’রিয়েল প্যারিস এর প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের বিষয়। তিনি বলেন,সৌন্দর্য মানে নিজস্বতা, আত্মবিশ্বাস এবং আত্ম-মর্যাদা।  সৌন্দর্য সীমাবদ্ধ নয়, এটি প্রতিটি নারীর অনন্য পরিচয়। 

অতিথি হিসেবে কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতি আরও বিশেষ হয়ে উঠেছে।  কারণ তার হাতে রয়েছে একাধিক বড় সিনেমার কাজ। শিগগিরই মুক্তি পাবে তাঁর একাধিক বড় প্রকল্প। এর মধ্যে অন্যতম হলো ‘আলফা’, যা ২৫ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে এবং পরিচালনা করছেন শিব রাওয়াইল।  এছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘লাভ এন্ড ওয়ার’ এ তিনি অভিনয় করবেন রাণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে।  আরও একটি প্রজেক্ট হলো অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’, যেখানে আলিয়া ভাটের চরিত্রে দর্শকরা আবারো তাকে দেখতে পাবেন। 

আসছে ১৩ ও ১৪ মে পর্যন্ত কান চলচ্চিত্র উৎসব চলবে।  ভারতীয় শিল্পী এবং ল’রিয়েল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডরদের উপস্থিতি এই উৎসবকে আরও মুখরিত করে তুলবে।  এই তালিকায় রয়েছেন ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সিমোন অ্যাশলে, এলি ফ্যানিং, বেবে ভিও এবং ইয়সেল্ট।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন আলিয়া ভাট | কান চলচ্চিত্র উৎসবে