বিনোদন

উর্বশীর কানে উপস্থিতি নিয়ে ট্রল, জবাবে যা বললেন

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

পরিকল্পনা করে নিজের ভিডিও ফাঁসসহ কয়েক মাসে নানা বিষয় নিয়ে সমালোচনা কেন্দ্রে ছিলেন উর্বশী রাউতেলা। অভিনব পোশাকে হাজির হয়ে একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি কখনো কখনো হয়েছেন ঠাট্টার পাত্রও। সম্প্রতি, কান চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতি নিয়ে আলোচনা আর সমালোচনার শেষ নেই। তবে, সেসব নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। উর্বশী দাবি করেছেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে সমালোচনা করা হচ্ছে।

কান উৎসবে প্রথম দিন ৪০ কোটি রুপির পোশাক পরে রেড কার্পেটে হাঁটতে গিয়ে উর্বশী মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। যদিও কিছু পাপারাজ্জি এবং হলিউড তারকারা তাকে নিয়ে কটাক্ষ করতে থাকেন। তবে তিনি তাতে গুরুত্ব দেননি। তার পরের দিনও একই ধরনের পোশাকে সোনা-হিরা খচিত 'বিকিনি' ব্যাগ হাতে আবারও রেড কার্পেটে দাঁড়িয়ে ছিলেন। এতে করে অন্য তারকারা বিরক্ত হয়ে পড়েন, কারণ দীর্ঘ সময় ধরে তাদের অপেক্ষা করতে হয়েছিল।

এ ব্যাপারে উর্বশী বলেন, ‘ডায়েট সব্য নামে এক অজ্ঞাত ইনস্টাগ্রাম পেজ অভিযোগ করেছে যে, আমি রাস্তা আটকে ফটোশুট করছিলাম। কিন্তু আমি জানিয়ে দিতে চাই, আমার টিম আগেই ফিল্ম ফেস্টিভ্যালে প্রবেশের জন্য অনুমতি নিয়েছিল, এবং আমি পুরোপুরি উৎসবের নিয়ম অনুসরণ করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘ডায়েট সব্য একেবারে সস্তার একটা পেজ। ইন্ডাস্ট্রির বহিরাগত শিল্পী যারা আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করছে, আমার মতো, তাদের উদ্দেশে শুধু বিষোদগার করে। আর শুধু ডায়েট সব্য কেন, এরকম ভুয়া কোনও পেজই টাকা খেয়ে আমাকে ট্রল করে আমার প্রতিভা দমিয়ে রাখতে পারবে না।’

পাশাপাশি, উর্বশী গেল বৃহস্পতিবার (২২ মে) 'কালার্স অফ টাইম' স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করেছিলেন, যেখানে আবারও তিনি পোজ দিতে দিতে লাল কার্পেটে দাঁড়িয়ে ছিলেন। অন্য তারকাদের অপেক্ষা করে থাকতে দেখে তাদের মধ্যে কিছুটা বিরক্তির সৃষ্টি হয়।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #উর্বশী #কান চলচ্চিত্র উৎসব #কান উৎসব