৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক বিচারকমণ্ডলীর বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক আদনান আল রাজীব। শনিবার (২৪ মে) কান উৎসবের সমাপনী দিনে ফ্রান্সের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
চলতি আসরের স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্বর্ণপাম পুরস্কার জিতেছে ইসরাইলি নির্মাতা তৌফিক বারহোমের ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাও’। আর বিচারকদের পক্ষ থেকে বিশেষ উল্লেখ হিসেবে 'আলী' চলচ্চিত্রটির নাম ঘোষণা করেন জার্মান চলচ্চিত্র নির্মাতা ও এবারের লা সিনেফ ও শর্ট ফিল্ম বিভাগের প্রধান বিচারক মারেন আদে।
ঘোষণার মুহূর্তে দর্শক সারিতে উপস্থিত ছিলেন পরিচালক আদনান আল রাজীব। তার নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই উপস্থিত দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিনন্দন জানান তাকে। এবারের কানে জমা পড়েছিল ৪,৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখান থেকে মাত্র ১১টি চলচ্চিত্র মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। তাদের মধ্যেই ছিল বাংলাদেশের ‘আলী’, যা এই বিভাগে বাংলাদেশের ইতিহাসে প্রথম অংশগ্রহণকারী ও পুরস্কারপ্রাপ্ত ছবি।
প্রায় ১৫ মিনিট দৈর্ঘ্যের 'আলী' সিনেমাটি আবর্তিত হয়েছে উপকূলীয় এক শহরে বসবাসরত এক কিশোরকে কেন্দ্র করে। সে এমন একটি সমাজে বাস করে, যেখানে নারীদের গান গাওয়ার অধিকার নেই। তবে গান ভালোবাসা কিশোরটি শহরে যাওয়ার একটি সুযোগ পায় একটি প্রতিযোগিতার মাধ্যমে। তার ব্যতিক্রমী গুণ ছিল। সে নারীকণ্ঠেও গাইতে পারে, যা গল্পে এক অসামান্য বাঁক তৈরি করে।
এসকে//