ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের দাপ্তরিক মোবাইল নম্বর হ্যাক করে প্রতারকচক্র হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অর্থ দাবি করেছে। শনিবার (২৪ মে) দুপুরে এই নম্বর থেকে একাধিক ব্যক্তির কাছে অর্থ পাঠানোর অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, বিষয়টি জানার পরপরই নম্বরটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, উপাচার্যের দাপ্তরিক নম্বরটি আগে অধ্যাপক আখতারুজ্জামান এবং পরে অধ্যাপক মাকসুদ কামাল ব্যবহার করতেন। বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর থেকে ওই নম্বরটি তার অফিসিয়াল যোগাযোগের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। প্রতারকরা হোয়াটসঅ্যাপে পরিচিত নম্বরে বার্তা পাঠিয়ে তাড়াহুড়ো করে ১৫ হাজার টাকা পাঠাতে বলে। এক বার্তায় লেখা হয়, বিকাশে ১৫ হাজার টাকা পাঠানো যাবে কি? খুব জরুরি দরকার। আরেকটিতে বলা হয়,কাল ব্যাংক থেকে তুলে ফেরত দেব, কোনও সমস্যা হবে না। এমন অনুরোধে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে। তদন্তে জানা যায়, নম্বরটি হ্যাক হয়েছে এবং প্রতারক চক্র এর অপব্যবহার করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আরও বলেন, উপাচার্যের ব্যক্তিগত নম্বর সম্পূর্ণ নিরাপদ রয়েছে। হ্যাকিংয়ের ঘটনায় আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।
এসকে//