বিনোদন

নেকলেসে মোদির মুখ, কানে তাক লাগালো রুচির ‘রুচি’

বায়ান্ন বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়া তারকা রুচি গুজ্জার ছবি: সংগৃহীত

ফ্রান্সের কান সৈকতের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে চলতি বছর পর্দা উঠেছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। ইতোমধ্যে বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন এই আন্তর্জাতিক উৎসবে। কান চলচ্চিত্র উৎসবে সিনেমার প্রাধান্য থাকলেও বিশ্ব তারকাদের চোখ ধাঁধানো পোশাক আর সাজসজ্জা মোহিত করছে দর্শকদের।

তারকারা তাদের নিজস্ব এক্সক্লুসিভ পোশাকে কানের রেড গালিচায় হাঁটেন। শুধু মেট গালা নয়, বরং এই চলচ্চিত্র উৎসবের মঞ্চেও তারকারা দারুণ সব স্টাইল সেগমেন্টের ঝলক দেখান। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে ঊর্বশী রাউতেলা, জ্যাকুলিন ফার্নান্দেজ, নীতাংশি গোয়েল, মৌনি রায় এবং বাংলাদেশি বর্ষার মতো তারকারা ইতিমধ্যেই নজর কেড়েছেন উপস্থিত দর্শকদের। তবে যেন সবাইকে ছাড়িয়ে ঝড় তুলেছেন ভারতের সোশ্যাল মিডিয়া তারকা রুচি গুজ্জার।

এবারের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছেন রুচি গুজ্জর। তাকে দর্শকরা দেখেছেন  ‘জব তু মেরি না রহি’, ‘হেলি মে চোর’ এবং ‘এক লড়কি’র মতো মিউজিক ভিডিওতে। কানে রুচির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর চর্চায় রয়েছেন রাজস্থানের  এই তরুণী। কেউ রুচির দেশপ্রেম এবং পোশাকের প্রশংসায় পঞ্চমুখ। আবার কেউ রুচির ‘রুচি’ নিয়েও প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সোনালি লেহেঙ্গা পরে লাল গালিচায় হেঁটেছেন রুচি। সেই লেহেঙ্গা তৈরি করেছেন পোশাকশিল্পী রূপা শর্মা।

সোনালি জরি-সিকুয়ানে বোনা ভারী কাজের লেহেঙ্গা-চোলি- দোপাট্টা যথেষ্ট আকর্ষণীয় করে তুলেছিল রুচিকে। সেই সঙ্গে গলায় ঝুলছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ খোদাই করা বিশেষ নেকলেস। আর সেই নেকলেস অভিনেত্রীর বক্ষভাবে শোভাকে যেন আরও বাড়িয়ে তুলেছে।

রুচির এই সাজে খুব স্বাভাবিক কারণেই আন্তর্জাতিক মঞ্চে সাড়া পড়ে গিয়েছে। অনেকের মতে রুচির এই অভিনব ভাবনা- অলংকারের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে সফরসঙ্গী বানিয়ে তাঁর প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

রুচি গুজ্জার ভারতের রাজস্থানের মেয়ে। সাধারণত রাজস্থানের গুজ্জর পরিবারের মেয়েদের ঘরের বাইরে পা রাখতে দেখা যায় না। সেই বাধা অতিক্রম করে রুচি গুজ্জর বলিউডে পা রাখার চেষ্টা চালাচ্ছেন।

কান-এ তার লুক প্রসঙ্গে রুচি বলেন, ‘এই নেকলেসটি আমার কাছে কেবল গয়না নয়, এটি বিশ্বস্তরে ভারতের উত্থানের প্রতীক।

বিশ্বমঞ্চে এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।’

বলিপাড়া সূত্রে খবর, ইতিমধ্যেই গানের দু’টি ভিডিয়োয় অভিনয় করতে দেখা গিয়েছে রুচিকে।২০২২ সালে একটি ভিডিয়োয় অভিনয়ের দু’বছর পর ২০২৪ সালে আবার একটি মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করেন রুচি।

বলিউড ছবিতে অভিনয় এখনও শুরু করেননি। তবে বেশ পরিচিত হচ্ছেন।   

তার ইচ্ছা  বলিউডে না হলেও দক্ষিণী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় দ্রুততার সঙ্গে অনুরাগীমহল তৈরি করে ফেলছেন রুচি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় রুচির অনুগামীর সংখ্যা আট লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

প্রসঙ্গত, গেলো  মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হয়েছে কানে শুরু হয়েছে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অন্যান্য বছরের মত এবারেও হলিউড,বলিউড সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা এই উৎসবে যোগ দিয়েছেন।

এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জুলিয়া দুকোর্নোর ‘আলফা,ডোমিনিক মলের ‘দোসি ১৩৭, পাই কানের ‘কুং ই সি দাই’সহ ২২ টি চলচ্চিত্র থাকছে। 

চলচ্চিত্র প্রতিযোগিতার পাশাপাশি একইভাবে লাল গালিচায় তারকাদের ফ্যাশন আর সৌন্দর্যের প্রতিযোগিতাও যথেষ্ট আকর্ষণ তৈরি করে এই উৎসব।

২০২২ সালে কানের লাল গালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার অভিজ্ঞতা আয়োজকদের কাছে খুব মধুর ছিল না।

তাই এ বছর সে কথা মাথায় রেখে কানের লাল গালিচায় আনুষ্ঠানিকভাবে ‘নগ্নতা’ এবং ‘অতিরিক্ত লম্বা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে।

এমআর//