আন্তর্জাতিক

ভারতের ছত্তিশগড়ে ব্যাপক বন্দুকযুদ্ধ, নিহত ২৭ মাওবাদী

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৭ মাওবাদী নিহত হয়েছেন। বুধবার নারায়ণপুর জেলার একটি বনে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আছেন সশস্ত্র বামপন্থী সংগঠন কমিউনিস্ট পার্টি-মাওবাদীর (সিপিআই-এম) সাধারণ সম্পাদক নেতা নাম্বালা কেশভা রাও ওরফে বাসভরাজ। 

রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ সিনহার বরাতে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে।

বিবেকানন্দ সিনহা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাওবাদীদের উপস্থিতি টের পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। এসময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলে শীর্ষ মাওবাদী নেতা বাসাবা রাজুসহ গোষ্ঠীটির ২৭ সদস্য নিহত হন।

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের শক্তিশালী ঘাঁটি আছে। ছয় যুগ আগে রাজ্যটিতে মাওবাদী আন্দোলন শুরু হয়। সেখানে সংঘর্ষে এখন পর্যন্ত বেসামরিক নাগরিক ও নিরাপত্তাবাহিনীর সদস্যসহ নিহত হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #মাওবাদী #ছত্তিশগড়