কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।
রোববার (১৮ মে) থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ বুধবারই (২০ মে) সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। মার্কিন দূতাবাসের সহযোগিতায় দেশটির সেনা ও বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের এই প্রশিক্ষন দেন।
তিনি বলেন, মূলত বন্যা, জলোচ্ছ্বাস ও ঘুর্ণিঝড় কবলিত এলাকায় আক্রান্ত মানুষদের উদ্ধার বিষয়ে চারদিনব্যাপী এই প্রশিক্ষণ ছিল। বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের এবং পানিতে ভেসে যাওয়াদের উদ্ধারসহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ কর্মকর্তা ও অগ্নিনির্বাপণকারী কর্মী অংশ নেন।
আই/এ