খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তিন ম্যাচে হচ্ছে। তবুও শেষপর্যন্ত পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (২১ মে)পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজের সূচি ঘোষণা করেছে।

পিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরিজের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজটি শুরু হবে আগামী ২৮ মে, বুধবার থেকে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে, শুক্রবার এবং ১ জুন, রোববার।

ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫ ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল, ২৫ মে থেকে। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের পর সিরিজটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। শেষপর্যন্ত সিরিজ হলেও, দুই ম্যাচ কমিয়ে আনা হয়। পাশাপাশি শুধুমাত্র লাহোরকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #বাংলাদেশ #সিরিজ #সূচি