খেলাধুলা

পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

অনেক আলোচনার পর নিশ্চিত হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। এরমধ্যে চূড়ান্ত হয়ে গেছে সূচি। তবে নতুন খবর হলো, বাংলাদেশের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নাহিদ রানা। তিনি পাকিস্তানে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। নাহিদ ছাড়াও দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং দলের ট্রেনার- তারাও পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২১ মে) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে কিছুদিন আগেই দেশটিতে গিয়েছিলেন নাহিদ ও রিশাদ হোসেন। সেসময় ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতের কারণে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়। পিএসএল স্থগিত করে দেওয়া হয় এক সপ্তাহের জন্য।

জরুরি ভিত্তিতে বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরেন নাহিদ ও রিশাদ। এই দুই ক্রিকেটার বেশ শঙ্কিত অবস্থার মধ্যেই সেই সময়টুকু পার করেছেন।

নাজমূল আবেদীন বলেন, পাকিস্তানের যে ধরনের ঘটনা অভিজ্ঞতা হয়েছেহয়তো সে কারণেই নাহিদ রানা নিজের নাম প্রত্যাহার করেছে।

দলের ফিল্ডিং কোচ ও ট্রেনার হয়তো এক ধরনের শঙ্কা থেকেই পাকিস্তানে যেতে চাচ্ছেন না। এমনটি জানিয়েছেন নাজমূল আবেদীন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এই চেয়ারম্যান জানান, এ সিরিজে সর্বোচ্চ নিরাপত্তা দিবে পাকিস্তান। সবকিছু পর্যবেক্ষণে রাখতে বাংলাদেশ থেকেও নিরাপত্তা দল যাবে সেখানে।

মোস্তাফিজুর রহমান এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন। তিনি ভারত থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নাহিদ রানা #পাকিস্তান সফর