ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৬ মাওবাদী নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) রাজ্যের সুকমা জেলায় এই বন্দুক যুদ্ধে নিরাপত্তা বাহিনীরও দুই সদস্য আহত হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালের প্রথম তিন মাসে ১৩২ জনকে মাওবাদী সন্দেহে হত্যা করা হলো।
ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, স্বয়ংক্রিয় রাইফেল(এসএলআর), আইএসএএস রাইফেল, পয়েন্ট ৩০৩ রাইফেল, একটি রকেট লঞ্চার, ব্যারেল গ্রেনেড লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
রাজ্যের বাস্তার রেঞ্জ পুলিশের ইন্সপেক্টর জেনারেল সুন্দরাজ পি বলেন, শনিবার সকাল আটটায় নকশাল বিরোধী অভিযান চালানোর সময় কেরলাপাল পুলিশ স্টেশনের আওতাধীন একটি বনে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে সেখান থেকে ১৬ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার রিজার্ভ গার্ড (ডিআরজি) ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) শুক্রবার রাত থেকে মাওবাদীদের বিরুদ্ধে এই যৌথ অভিযান শুরু করে।
এনএস/