আন্তর্জাতিক

মিয়ানমারের ভূমিকম্পের শক্তি ৩৩৪টি পারমাণবিক বোমার সমান

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে ভূমিকম্পে যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে, তা ৩৩৪টির বেশি পারমাণবিক বোমা বিস্ফোরণের সমান বলে জানিয়েছেন মার্কিন ভূতত্ত্ববিদ জেসি ফনিক্স। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সতর্ক করে মার্কিন এই ভূতত্ত্ববিদ বলেন, মিয়ানমারে এই ভূমিকম্পের আফটারশক কয়েক মাস ধরে থাকতে পারে। কেননা মিয়ানমারের নিচে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ভারতীয় টেকটোনিক প্লেট ক্রমাগত ধাক্কা খাচ্ছে। 

গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার। ইউএসজিএস জানিয়েছে,  মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দু’টি ভূমিকম্প হয়েছে। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমার | ভুূমিকম্প