দেশজুড়ে

ডিসি বাংলোর পুকুরে মিললো বিপুল পরিমাণ সিলমারা ব্যালট

নাটোর শহরের পুরাতন ডিসি বাংলোর পাশের পুকুরে পুঁতে রাখা বিপুল পরিমাণ সিলমারা ব্যালট উদ্ধার করা হয়েছে। এসব ব্যালট সর্বশেষ সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়েছিলো। পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে এ বিপুল পরিমাণ ব্যবহৃত ব্যালটের সন্ধান মিললো।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়নাটোর জেলা প্রশাসনের মেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  এই ব্যালট পেপারগুলো গত সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ৬ মাস পর্যন্ত এই ব্যালট পেপারগুলো ট্রেজারিতে জমা থাকে। পরবর্তীতে কোনো মামলা মোকাদ্দমা না হলে ব্যালটগুলো ধ্বংস করা বা অন্যত্র সরিয়ে ফেলা হয়। এরই অংশ হিসেবে ট্রেজারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন ডিসি বাংলোর পরিত্যাক্ত ভবনে রাখা হয়। কিন্তু কে বা কারা এই ব্যালট বাক্সগুলো সেই গুদাম থেকে বের করে মাটি পুতে রেখেছে

ওই ভবনে কোন কোনো প্রহরা ছিল কি-না এমন প্রশ্নের জবাবে এনডিসি জানান, সেখানে একজন নাইটগার্ড আছে। কিন্তু তাকে এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী জানান,   ডিসি ডাক বাংলোর পাশের তালাব পুকুর থেকে অস্ত্র উদ্ধারের জন্য পানি সেচ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার বড়শি ফেলে মাছ ধরার সময় পরিত্যক্ত অবস্থায় চারটা শটগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন নাটোর