২৫ বছর আগে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিরিজ ‘হেরা ফেরি’। সিনেমাটি এখনও রয়েছে জনপ্রিয়তার তুঙ্গে। সিনেমাটির তৃতীয় কিস্তি নিয়ে বহুদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা, আর এখন সেই আলোচনার পারদ আরও চড়েছে।
সম্প্রতি অভিনেতা পরেশ রাওয়াল এই প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পর, বিষয়টি আরও গরম হয়ে উঠেছে। ছবির প্রযোজনা সংস্থা পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপির মামলা দায়ের করেছে। এই খবর নিশ্চিত করে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থাও।
এরই মধ্যে এক ধরণের বিভ্রান্তি সৃষ্টি হয়। অনেকেরই ধারনা, ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির মালিকানা এখনও ফিরোজ নাদিয়াদওয়ালার হাতে রয়েছে, যিনি আগের দুটি কিস্তি প্রযোজনা করেছিলেন। তবে, এই দাবিকে নাকচ করেছেন ফিল্মের পরিচালক প্রিয়দর্শন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ফ্র্যাঞ্চাইজির সম্পূর্ণ মালিকানা বর্তমানে অক্ষয় কুমারের হাতে।
পরিচালক বলেন, ‘অক্ষয় কুমার ১০ কোটি রুপিতে পুরো ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনে নিয়েছেন। এটি শুধু ‘হেরা ফেরি থ্রি’ নয়, পুরো সিরিজের জন্যই। আমি নিজে সেই কাগজপত্র দেখেছি।’
এর আগে এক প্রতিবেদনে দাবি করা হয়, অক্ষয় কুমারের কোম্পানি ও পরেশ রাওয়ালের মধ্যে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। স্ক্রিপ্ট বা আর্থিক চুক্তির বিষয়ও কোন সমাধান হয়নি।
এছাড়া ওই প্রতিবেদনে আরও উল্লেখ ছিল, ফিরোজ নাদিয়াদওয়ালা নাকি অক্ষয়কে ফ্র্যাঞ্চাইজির 'ডেরিভেটিভ রাইটস'-ও দেননি।
তবে, পরেশ রাওয়ালের আইনি টিম জানিয়েছে যে, তিনি প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন এবং চুক্তি অনুযায়ী ১১ লাখ রুপি সাইনিং অ্যামাউন্ট সুদসহ ফেরত দিয়েছেন।
এমএ//